Monday, June 6, 2022

ওয়েবসাইট

একই ডােমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিই ওয়েবসাইট । ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হােমপেজ বলা হয়। সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে । সুতরাং ওয়েবসাইট হলাে কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলােড কৃত অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমনঃ Infographic, GIP, Animation ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বােঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যন্য স্মার্ট ডিভাইসের এর মাধ্যমে এক্সেস করে দেখতে পারি। এই সকল তথ্য জমা রাখার জন্য দরকার পড়ে হােষ্টিং এর আর যে নামে আপনি সাইট টি বানাতে চাইছেন সেটি হলাে ডােমেইন। এই সম্পর্কিত পােষ্ট আছে আমার অনেক। ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়: ১। প্রথমত একটি ডােমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ২। ভালাে মানের হােস্টিং ভাড়া নিতে হবে। ৩। ওয়েবসাইট ডিজাইন করতে হবে। ও ওয়েব পেজ বলতে কি বুঝায়? দেখবেন একটি ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি html document যা http protocol এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইট গুলিকে সমষ্টিগতভাবে “WWW" অর্থাৎ (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল) নাম বলা হয়ে থাকে। o আপনি কেন একটি ওয়েব সাইট কিনবেন এবং একটি ওয়েব সাইটের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা গুলাে। নিচে আলােচনা করা হলােঃ ১.স্বল্প ব্যয়ে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রসারের জন্য ওয়েবসাইট ব্যাবহার করতে পারে। ২.খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওয়েবসাইট ব্যাবহার করে তাদের ব্যবসার প্রসার করতে পারে। ৩.প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করা যায়। ৪.ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেও যেকোন স্থান থেকে যে কোন সময় দেখতে ও পড়তে পারে। ৫.নির্দিষ্ট প্রসেস এর মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায়। ৬. ওয়েবসাইটে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা ৭. বড় বড় কর্পোরেশন ও আর্থিক প্রতিষ্ঠান গুলাে আন্তর্জাতিকভাবে তাদের ব্যবসায়িক লেনদেনের ও। পরিচিতি লাভের জন্য ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। ৮. ওয়েবসাইট থেকে প্রয়ােজনীয় তথ্য (যেমনঃ বিভিন্ন ছবি, অডিও, ভিডিও, পিডিএফ ফাইল) ডাউনলােড করা যায়। ৯.ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়ােজনীয় তথ্য ডাউনলােড করা যায় । ১০. বিভিন্ন সরকারি ওয়েবসাইট থাকার ফলে আমরা সহজেই প্রয়ােজনীয় তথ্য সংগ্রহ ও জানতে পারি ।

No comments:

Post a Comment